Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘সাঘাটায় মাদক, জঙ্গিবাদ ও গুজব সৃষ্টির ব্যাপারে কোনো ছাড় নেই’ 

মোস্তাফিজুর রহমান, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ১১:১৫ AM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ১১:১৫ AM

bdmorning Image Preview


যোগদানের প্রথম দিনেই মাদক, জঙ্গিবাদ ও গুজব সৃষ্টির ব্যাপারে কোনো ছাড় নেই বলে হুশিয়ার করেছেন সাঘাটা থানায় নবাগত অফিসার ইনর্চাজ মোস্তাফিজার রহমান।

শনিবার (১৩ অক্টোবর ) সাঘাটা থানা হল রুমে পরিচিতি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত তিনি একথা বলেন।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ জাতীয় পার্টিসহ সকল দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে পরিচিত হন তিনি।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে অফিসার ইনর্চাজ মোস্তাফিজার রহমান উপজেলায় যেন কোন মাদক ও চরাঞ্চলে কোন জঙ্গিবাদের আকড়া না হয় সেইদিকে সবাইকে লক্ষ রেখে প্রশাসনকে সাহায্য করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচন কে কেন্দ্র করে  ফেসবুক ও সামাজিক মাধ্যমে বিভিন্ন আপত্তিকর ছবি অথবা মিথ্যা বানোয়াট কোনো লেখা পোষ্ট করে উস্কানিমূলক গুজব , সাইবার ক্রাইম ,বা কোন অপ্রিতীকর কোন ঘটনা যেন সংগঠিত না হয় সে দিকে থানা প্রশাসনের কঠোর নজরদারী থাকবে ।’ 

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, থানার এস আই সাহাদৎ হোসেন, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ ছাইদুর রহমান প্রমুখ।

Bootstrap Image Preview