Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'আসন্ন সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে'

গোপাল অধিকারী, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১০:৪১ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ১০:৪১ PM

bdmorning Image Preview


আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি। 

তিনি বলেন, কোনোভাবেই দলীয় কোন্দল বা অনৈক্য বরদাশত করা হবে না। শৃঙ্খলা ভঙ্গকারীদের প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে।  

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় সভাপতির বক্তব্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন।

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি'র  সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদরের এম.পি. গোলাম ফারুক প্রিন্স, শামসুল হক টুকু এম.পি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, দফতর সম্পাদক এডভোকেট আহাদ বাবু, নূরুজ্জামান বিশ্বাস, সাইদুল হক চুন্নু, শহীদুল্লাহ, জাহাঙ্গীর কবির রানা, যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।  
 

Bootstrap Image Preview