Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বুকের পাটা থাকলে নির্বাচনে আসেন: বিএনপিকে নাসিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১০:১৭ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ১০:১৭ PM

bdmorning Image Preview


খুলনা প্রতিনিধিঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেনযদি বুকের পাটা থাকে তাহলে নির্বাচনে আসেন দেখবো কে হারে, কে জেতে? তবে ফাউল করবেন না ফাউল করলে জনগণ লালকার্ড দেখিয়ে দেবে

শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইতে খুলনার শহীদ হাদিস পার্কে ১৪ দলের মহাসমাবেশে এসব কথা বলেন তিনি

বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানিয়ে বলেছেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে

জাতীয় ঐক্যের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া ভাড়াটে খেলোয়াড়দের নিয়ে এসেছেনযাদের কোন গ্রহণযোগ্যতা নেই . কামাল হোসেন বদরুদ্দোজা চৌধুরী যতই ষড়যন্ত্র করুক নির্বাচন ঠেকাতে পারবে নানির্বাচন হবেই

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে নাসিম বলেনবিডিআর হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনার সরকার করেছে কিন্তু খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার করেননি এমনকি তার স্বামী জিয়াউর রহমান হত্যার বিচারও তিনি করেননি

খালেদা জিয়ার কারাগারে যাওয়া প্রসঙ্গে নাসিম বলেন, এ জন্য আমরা দায়ী না তিনি আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা-কর্মীদের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট চাওয়ার আহ্বান জানান

নাসিম বলেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করতে হলে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে আর শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার জন্য সবাইকে কাজ করতে হবে

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেকে সভাপতিত্বে মহাসমাবেশে বক্তৃতা করেন- সাম্যবাদী দলের সম্পাদক দিলীপ বড়ুয়াবাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়াওয়ার্কার্স পার্টির সম্পাদক ফজলে হোসেন বাদশাজাসদের কার্যকরী সভাপতি রবিউল আলমআওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মুন্নুজান সুফিয়ানগণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি . নিম চন্দ্র ভৌমিক, ন্যাপের ইসমাইল হোসেন, জেপি সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম প্রমুখ

Bootstrap Image Preview