Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'আসল বিয়ে এখানে, রব-মান্না পরকীয়া করছেন ওখানে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৯:০৩ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৯:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী বলেছেন, বিএনপি যেমন জামায়াতের সঙ্গে সম্পর্ক রেখে ঐক্য প্রক্রিয়ায় আসতে পারে তেমনই আ স ম আবদুর রব ও মাহামুদুর রহমান মান্নারও ওইটা ( ড. কামাল হোসেনের সঙ্গে থাকা) হচ্ছে পরকীয়া। আর এখানে আসল বিয়ে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় দলটির সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহি বি চৌধুরী।

দলটির সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) জানিয়েছেন, দুই শর্ত পূরণ হলে বিকল্পধারা সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে যেতে আগ্রহী।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে ঐক্য প্রক্রিয়া চলছে তার সঙ্গে বিকল্প ধারা থাকবে না। এছাড়া সংসদে ভারসাম্য এবং স্বেচ্ছাচারিতা বন্ধ করতে নিজ দলের জন্য ১৫০ আসন দাবি করেন তিনি।

ড. কামাল হোসেনের আমন্ত্রণে তার বাসায় গিয়ে সেখান থেকে ফিরে এসে বি. চৌধুরী হতাশ হয়েছেন বলেও জানান তিনি। বি. চৌধুরী বলেন, বিএনপিকে এককভাবে ক্ষমতায় বসানোর চক্রান্তে বিকল্পধারা নেই।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাহি বি চৌধুরী আরও বলেন, আমরা এখনও জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে সরে যাইনি। তারা (ড. কামাল, রব ও মান্না) বাদ দিলে তা ঘোষণা দিতে হবে। ঐক্য প্রক্রিয়া বিনষ্ট করার প্রচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমএ মান্নান বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতের সঙ্গ ত্যাগ করে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত বিএনপিকে এককভাবে ক্ষমতায় বসানোর জন্য বিকল্পধারা বাংলাদেশ কোনো চক্রান্তে সম্পৃক্ত হবে না।

তিনি বলেন, আজকের পর থেকে জাতীয় ঐক্যের নামে বিএনপির সঙ্গে কোনো বৈঠকে বসে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ বিকল্পধারা দেবে না। স্বাধীনতাবিরোধীদের সঙ্গ ত্যাগ করে জাতীয় সংসদে ভারসাম্যের ভিত্তিতে স্বেচ্ছাচার মুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। অন্যথায় শুধুমাত্র বিএনপিকে এককভাবে ক্ষমতায় বসানোর জন্য কোনো চক্রান্তে সম্পৃক্ত হবে না বিকল্প ধারা।

এদিকে প্রায় একই সময়ে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্যের ঘোষণা দেন ড. কামাল। এর আগে ড. কামালের বাসায় আলোচনা শেষে বেরিয়ে যান বি চৌধুরী।

সংবাদ সম্মেলনে বিকল্প ধারা মহাসচিব আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, অন্যদের মধ্যে দলটির কেন্দ্রীয় নেতা মাহবুব আলী, ওমর ফারুক, হাফিজুর রহমান ঝান্টু, ওবায়েদুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু, বিএম নিজাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview