Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিকল্পধারায় ভাঙন, সহসভাপতি বাদল ও কৃ‌ষি সম্পাদক জা‌নে আলম বহিষ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৭:১৭ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৭:১৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করায় বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি শাহ আলম বাদলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই অভিযোগে দলটির কৃ‌ষিবিষয়ক সম্পাদক জা‌নে আলম হাওলাদার‌কেও বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) বিকালে বারিধারায় বি চৌধুরীর বাসায় বিকল্পধারা বাংলাদেশের এক বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে দলের মহাসচিব মেজর (অব) মান্নান, মাহী বি চৌধুরীসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

জানা যায়, বাদলের নেতৃত্বে বিকল্পধারার কেন্দ্রীয় নেতাদের একটি অংশ জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল‌বি‌রোধী কার্যকলা‌পের অভিযোগে তা‌দের পদ থে‌কে স্থায়ীভা‌বে ব‌হিষ্কার করা হ‌য়।

দলটির একটি সূত্র জানিয়েছে, এর আগে গত ১৬ সেপ্টেম্বর এই দুইজনের প্রাথ‌মিক সদস্যপদসহ সব ধরনের পদ স্থ‌গিত করা হয়। বিকল্পধারার মহাস‌চিব মেজর অব আবদুল মান্নান বলেন, দলের গঠনত‌ন্ত্রের অনু‌চ্ছেদ ৫ এর ৫: ২ গ ধারায় শৃঙ্খলামূলক ব্যবস্থা অনুযায়ী তা‌দের প্রাথ‌মিক সদস্যপদসহ দ‌লের সব পদ স্থ‌গিত করা হয়। আজ তা‌দের দুইজন‌কে চূড়ান্তভা‌বে দল থে‌কে ব‌হিষ্কার করা হলো।

এদিকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়া না হওয়ার বিষয়ে ভাঙন দেখা দিয়েছে বিকল্পধারায়। এরই মধ্যে কেন্দ্রীয় নেতাদের একটি অংশ জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি জেলার নেতারা জাতীয় ঐক্য প্রক্রিয়ায় অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে বিকল্পধারায় ভাঙন অনিবার্য হয়ে পড়েছে।

বিকল্পধারার সিনিয়র সহ-সভাপতি শাহ আলম বাদল বলেন, বি চৌধুরী ও মাহি বি চৌধুরী মিলে যা করছেন তা গ্রহণযোগ্য নয়। আমরা বিকল্পধারা থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারাও আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। আমরা একমত আছি।

 

Bootstrap Image Preview