Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধায় জ্বীনের বাদশা প্রতারক চক্রের দুই সদস্য আটক ৩

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৩:৩০ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৩:৩১ PM

bdmorning Image Preview


গাইবান্ধার ফুলছড়ি ও সদর উপজেলায় জ্বীনের বাদশা প্রতারক চক্রের দুই সদস্যসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) সদস্যরা।

শনিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব। এর আগে শুক্রবার (১২ অক্টোবর) ফুলছড়ি ও সদর উপজেলায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার ব্রিজ রোড মিস্ত্রি পাড়া এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে রায়হানুল কবির (১৮), দিনাজপুর জেলার কোতোয়ালি থানার কালিতলা গ্রামের আজগর আলীর ছেলে সৌরভ আলী (১৮) অপরজন ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মাদকবিক্রেতা রানা মিয়া (১৮)। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক রায়হান ও সৌরভ দীর্ঘদিন থেকে কথিত জ্বীনের বাদশা সেজে মোবাইল ফোনে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ১৫ পিস ইয়াবাসহ রানাকে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ফুলছড়ি ও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Bootstrap Image Preview