Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১০:১৮ AM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ১০:১৮ AM

bdmorning Image Preview


আগামী তিন বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচসিআর) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনের আপত্তি সত্ত্বেও বাংলাদেশ আগামী ২০১৯-২০২১ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্রগুলোর সরাসরি ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই বেছে নেওয়ার ব্যাপারটি হয় গোপন ভোটের মাধ্যমে।

জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম ৯৭ ভোট প্রয়োজন ছিল। এতে বাংলাদেশ ১৭৮ ভোট পেয়ে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়।

এই সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সদস্য হওয়ার জন্য বাংলাদেশ ছাড়াও নির্বাচন করেছে ভারত, বাহরাইন, ফিজি ও ফিলিপাইন। সর্বোচ্চ ১৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছে ভারত। বাকিরা হলো- বাহরাইন, ফিজি ও ফিলিপাইন।

এই নির্বাচনে বিজয়ী দেশগুলো আগামী ২০১৯-২০২১ মেয়াদে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে। এর আগে বাংলাদেশ ২০০৭-০৯, ২০১০-১২ এবং ২০১৫-১৭ মেয়াদে নির্বাচিত হয়েছিল।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ২০১৫ -২০১৭ সালে ইউএনএইচিসআর-এর সদস্য পদে দায়িত্ব পালন করেছে। জাতিসংঘেরও সদস্য থেকে ৪৭টি দেশ নিয়ে এই কাউন্সিল গঠিত হয়। এ সকল দেশ নির্বাচনের মাধ্যমে কাউন্সিলের সদস্য হয়ে থাকে।

Bootstrap Image Preview