Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাড়ি নয় এ যেন বিলাসবহুল বাড়ি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৮:৪৬ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৮:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিশ্ববাজারে নতুন কিছু আনার প্রতিযোগিতায় থাকে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলি। তেমনি এবার ভিন্ন ধরণের গাড়ি আনতে যাচ্ছে 'রেনো'। যাতে থাকছে সেলফ-ড্রাইভিং সিস্টেম।

গাড়িটির নাম দেয়া হয়েছে এজ-আল্টিমো। গাড়িটি ৫ দশমিক ৬ মিটার দীর্ঘ। চলতি বছর প্যারিস মোটর শোতে গাড়িটির প্রদর্শনী হয়েছে।

পেট্রল বা ডিজেলচালিত নয়, গাড়িটির পুরোটাই ইলেকট্রিক পরিচালিত। গাড়ির অন্দরসজ্জা এমন ভাবে রাখা হয়েছে যে যাত্রীরা এতে চড়লেই মনে হবে যেন গাড়ি নয়, ঘরের ভেতরেই বসে আছেন! গাড়ির ভেতরে থাকছে আরামকেদারা। মার্বেলের তৈরি টেবিল। গাড়ির ফুটবোর্ড তৈরিতে ব্যবহার করা হয়েছে কাঠবাদাম গাছের কাঠ।

দ্যা ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, এজ-আল্টিমো গাড়িটি পুরোপুরি স্বয়ংচালিত। চালকের বসার কোনো জায়গা নেই এই গাড়িতে। তিনজনের বসার মতো জায়গা রয়েছে গাড়িটিতে।

এছাড়া গাড়ির বাইরের অংশে ৬০০টি হীরার আকৃতির ওয়ানওয়ে মিরর দিয়ে মুড়ে দেয়া হয়েছে। ফলে গাড়ির ভেতরে থাকা যাত্রীদের বাইরে থেকে কেউ দেখতে পাবেন না। কিন্তু যাত্রীরা ভেতর থেকে বাইরের সব কিছুই দেখতে পাবেন। তবে কবে বাজারে আসবে গাড়িটি সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি রেনো।

Bootstrap Image Preview