Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জমির সীমানায় গাছ রোপন করায় রড দিয়ে পিটিয়ে ভাইকে ‘হত্যা’

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৭:৩০ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৭:৩০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ময়মনসিংহের গফরগাঁওয়ে বিরোধপূর্ণ জমিতে গাছের চারা রোপন করায় মাহবুবুল আলম আওয়াল (৪৩) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকারী দুই আসামি মাহবুবুল আলমেরই বড় দুই ভাই।

গতকাল বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে গফরগাঁও পৌর শহরে এ হতাহতের ঘটনা ঘটে। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহবুবুল আলম আওয়াল।

উপজেলার চরআলগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পাঁচ ছেলে নূরুল ইসলাম (৬০), বদরুল আলম (৫৫), শাহজাহান (৪৭), মাহবুবুল আলম আওয়াল (৪৩) ও জহিরুল ইসলাম জুয়েলের (৩০)।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, গফরগাঁও পৌর শহরের ষোলহাসিয়া মৌজায় জমির সীমানা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল মৃত আব্দুর রহমানের পাঁচ ছেলের মধ্যে। বৃহস্পতিবার সকালে জুয়েল, আওয়াল, শাহজাহান বিরোধপূর্ণ জমিতে মেহগনি গাছের চারা লাগাতে যায়। এ নিয়ে পাঁচ ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে।

এক পর্যায়ে লোহার রড দিয়ে বড় ভাই নূরুল ইসলাম ও বদরুল ছোট তিন ভাই আওয়াল, শাহজাহান ও জুয়েলকে পেটায়। এতে তিনজনেই গুরুতর আহত হন। তাদের মুমূর্ষু অবস্থায় আওয়ালকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে আওয়াল মারা যায়।

গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview