Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'ফরিদপুরে যদি উন্নয়ন হয়ে থাকে তবে এই অধম মন্ত্রী হওয়ার পরেই হয়েছে'

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৫:৪৬ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৫:৪৬ PM

bdmorning Image Preview


এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফরিদপুরে যদি উন্নয়ন হয়ে থাকে তবে এই অধম মন্ত্রী হওয়ার পরেই হয়েছে। এছাড়া ফরিদপুরের উন্নয়নের জন্য যদি কারো হাত-পাও ধরতে হয় তবে আমি তাই করবো।

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন উপলক্ষে প্রেসক্লাব চত্তরে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

এই সময়ে মন্ত্রী বলেন, এই ৮০ বছর বয়সে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি শুধু এ জেলার উন্নয়ন করতে চাই।

মন্ত্রী বলেন, এক সময় এ শহরে সন্ত্রাস, চাঁদাবাজদের ভয়ে কেউ বাড়ি-ঘর তুলতে পারতোনা, ভয়ে মানুষ গ্রামে গিয়ে ঘর তুলতো। আমার আমলে এশহরে কোনো সন্ত্রাস চাঁদাবাজ তৈরি হয়নি।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতি এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, র‌্যাব-৮ এর অধিনায়ক মোঃ রইছ উদ্দিন প্রমূখ।

Bootstrap Image Preview