Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভেদরগঞ্জ পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে কারাদণ্ড

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ১০:৩৭ AM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ১১:১৫ AM

bdmorning Image Preview


নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ পদ্মা নদী থেকে ৯ জেলেকে আটক করা হয়েছে। সেইসঙ্গে ২ মন ইলিশ ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ভোর ৩টা পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলা এরিয়ার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২ মন জাটকা ইলিশসহ ৯ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোঃদাদন মিয়া (৩২), ছাদেক আলী (২৮), হযরত আলী (৩৫), নুর মোহাম্মদ সরদার (৩২), বিল্লাল হোসেন (২৫), দুলাল মিয়া (২৮), জাকির হোসেন (২৪), সুমন বেপারি (১৯), হযরত আলী দেওয়ান (৩০)।

ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃআসাদুজ্জামান উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ জনকে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকাগুলো মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

Bootstrap Image Preview