Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ১১ কোটি টাকা ব্যয়ে পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত ভবন

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৭:০৭ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৭:০৭ PM

bdmorning Image Preview


হবিগঞ্জে ১১ কোটি টাকা ব্যয়ে পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত 4 ভবন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির আনুষ্ঠানিকভাবে এই ভবনগুলোর উদ্বোধন করেন। পরে শায়েস্তাগঞ্জস্থ সমিতির কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি আবু জাহির।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ সোলায়মান মিয়ার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান প্রমুখ।

নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন জানান, ১০ কোটি ৮৫ লাখ ২ হাজার ৫৮৯ টাকা ব্যয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৪টি ভবন নির্র্মাণ করা হয়েছে। ইউআরইডিএস-ডিসিএস-ডিসিএসডি প্রকল্পের মাধ্যমে এই কাজ বাস্তবায়ন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এর মাঝে একটি অফিস ভবন এবং বাকি তিনটি আবাসিক ভবন।

প্রধান অতিথির বক্তৃতায় এমপি এডভোকেট মোঃ আবু জাহির বিদ্যুৎ বিভাগে বর্তমান সরকারের বৈপ্লবিক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। এছাড়াও বিএনপি-জামায়াতের খাম্বা বাণিজ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। এ সময় তিনি উপস্থিত সকলকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

 

 

Bootstrap Image Preview