Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ আটক ৯

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ১২:৩০ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ১২:৩০ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হক মালিক ও সেক্রেটারি রুহুল আমিনসহ ৯জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ অক্টোবর) জেলা শহরের কেদারগঞ্জ এলাকার একটি বাসায় গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, জেলা কমিটির সূরা সদস্য কাওয়েম উদ্দীন হীরক, শরীফ উদ্দীন, জব্বার উর রহমান, জীবননগর উপজেলা শিবিরের সভাপতি মাহফুজ রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির ও বাড়ির মালিক সুমন কবির।

পুলিশ জানায়, গোপনসূত্রে সংবাদ পাই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বুধবার রাত ৮ টার দিকে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ এলাকার একটি বাড়িতে জামায়াতের ২০-২৫ জন গোপন বৈঠক করছে। এমন খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি ইউনিট রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশি অভিযান টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির আনোয়ার হক মালিক ও সেক্রেটারি রুহুল আমিনসহ নয়জন।

পরে পুলিশ বাড়িটির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে পাঁচটি বোমা, দুইটি কম্পিউটার, ডিস্ক ও বিপুলসংখ্যক জিহাদি বই জব্দ করে।

পরে রাত ১০ টার দিকে জেলা পুলিশের পক্ষে সাংবাদিকদেরকে নিয়ে বিফ্রিং করেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ।

ব্রিফিংয়ে তিনি জানান, জামায়াতে ইসলামী ও শিবিরের ২০-২৫ জন নেতাকর্মী চুয়াডাঙ্গা শহরে বড় ধরনের নাশকতার ছক আঁকছিল। সংবাদ পেয়ে পুলিশ ও ডিবি পুলিশ ওই বাসাটি ঘিরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত ও শিবিরের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হক মালিক ও সেক্রেটারি রুহুল আমিনসহ নয়জনকে আটক করা হয়।

আটককৃত ৯ জনসহ পলাতক আসামীদের বিরুদ্ধে মামলার দিয়ে সদর থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি। 

Bootstrap Image Preview