Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ১১:৫১ AM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ১১:৫১ AM

bdmorning Image Preview


নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় মা ও শিশু নিহত হয়েছে।  বুধবার (১০ অক্টোবর) রাতে উপজেলার সোনারায় থেকে আন্ধারু মোড় সড়কের পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড ভাটিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনারায় মাজার এলাকার মৃত দালাল উদ্দিনের ছেলে ভ্যানচালক হিমনুর রহমান হিমাই তার মেয়ে নাজমা (৩০) ও নাজমার শিশুকন্যা রুবিনাকে (৫) ভ্যানে করে তার জামাই আন্ধারু মোড় এলাকার ভুট্টোর ছেলে রুবেল ইসলামের বাড়িতে যাচ্ছিলেন।

এ সময় সোনারায় মোড় থেকে ছেড়ে আসা চালভর্তি মেসার্স আরএম এন্টারপ্রাইজ এর ট্রাকটি তাদের বহনকারী ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুকন্যা রুবিনাসহ নিহত হন মা নাজমা বেগম। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মা ও শিশুর লাশ উদ্ধার করে ভ্যানচালক নাজমার বাবা হিমাইকে গুরুতর অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সময় ঘাতক ট্র্যাকসহ নীলফামারী সদর ইউনিয়নের ইটাখোলা ডাঙ্গাপাড়ার মৃত জসমত আলীর ছেলে চালক ইসমাইল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ডোমার সদর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য নূর ইসলাম বলেন, সোনারায় থেকে আন্ধারু মোড়ের রাস্তাটি অনেক সরু। তবু ওই রাস্তা দিয়ে ট্র্যাক চলাচল করায় প্রায় দুর্ঘটনা ঘটে। ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদ আলী বলেন, ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও শিশুর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview