Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাপাহারে মাদ্রাসা পড়ুয়া ছাত্র নিখোঁজ

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৪:০৬ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৪:০৬ PM

bdmorning Image Preview


নওগাঁর সাপাহারে শামিম হোসেন (১৪) নামের এক মাদ্রাসা পড়–য়া ছাত্র নিখোঁজ হয়েছে। 

নিখোঁজ সন্তানকে ফিরে পেতে তার বাবা মোকলেছুর রহমান ও মা গোলাপী বেগম সাম্ভব্য আত্মীয় স্বজনদের বাড়িতে খুঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। 

নিখোঁজ শামীম হোসেনের বাবা কর্তৃক সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, তার ছেলে শামীম হোসেন সাপাহার উপজেলার শহিদুল পাড়া হাফেজিয়া মাদ্রাসায় গত রমজান মাসে ভর্তি হয়ে হেফজো লাইনে লেখাপড়া করে আসছিল।

সোমবার (৪অক্টোবর) সে মাদ্রাসা হতে ছুটি নিয়ে নিজ বাসা উপজেলার শাহাবাজপুর মাদ্রাসা পাড়ায় আসে। বাসায় দুই দিন থাকার পর গত ৬অক্টোবর শনিবার বিকেলে তার বাবা ও মা'র নিকট থেকে ২২'শ টাকা নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হন।

শামিম দুই, তিন দিনেও মাদ্রাসায় না আসায় মাদ্রাসার সুপার নিখোঁজ শামিমের বাবার মোবাইলে ফোন করে জানায় যে,তার ছেলে কয়েকদিন যাবত মাদ্রাসায় আসেনি।

মাদ্রাসা সুপারের মোবাইলে কথা হওয়ার পর থেকে তারা পাগলের মত সাম্ভব্য সকল আত্মীয় স্বজনদের বাড়ি খুঁজাখুঁজি শুরু করে দেয়। 

কোথাও ছেলেকে খুঁজে না পেয়ে মঙ্গলবার (৯অক্টোবর) সাপাহার থানায় ছেলে নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়রি দায়ের করেন। যার ডায়েরি নং-৩২৯ ।

কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির কোন খুঁজ কিংবা সন্ধান পেলে নিচের মোবাইল নাম্বারে সন্ধান দেওয়ার জন্য তারা বিনিত অনুরোধ করেছেন।

মোবাইল নম্বার- ০১৭৩৯-৬১৪৬২৯। সন্ধান দাতাকে পুরস্কৃত করা হবে বলেও বাবা মোকলেছুর রহমান ঘোষণা দিয়েছেন।  

Bootstrap Image Preview