Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরে বাল্যবিবাহ নিরোধ দিবসে মানববন্ধন

নারী ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৭:৫৫ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৭:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দিনাজপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস-২০১৮ উপলক্ষে মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার ( অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনের সড়কে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন পালন করা হয়

মানববন্ধনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের প্রোগ্রাম অফিসার বার্নাড কুজুর, ডরিস লিয়া হাসদা, অনন্ত সরকার, অনুকূল চন্দ্র বর্মন প্রমুখ

এসময় বক্তারা বলেন, মানুষ বেঁচে থাকে কাজ কর্ম করে যতটা নিজের জন্য, তার চেয়ে বেশি সন্তানের জন্য সন্তানকে মানুষ করার মধ্য দিয়েই প্রত্যেক বাবা মা নিজের জীবনের স্বার্থকতা খুজে পান কিন্তু আমাদের সমাজে বাল্যবিবাহ নামে একটা ব্যাপার আছে, যার মাধ্যমে বাবা-মা সন্তানের মঙ্গল করতে চেয়ে অমঙ্গল করেন অল্প বয়সী মেয়েকে বিয়ে দিলে তার ক্ষতি করা হয় এই সত্যকে অনেক বাবা মা উপলব্ধি করতে পারেন না গ্রাম অঞ্চলের যে সব পরিবার অল্প বয়সী মেয়েদের বিয়ে দেয় তাদের অশিক্ষা অজ্ঞতার সীমা নেই

Bootstrap Image Preview