Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধায় মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৩:১৭ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৩:১৭ PM

bdmorning Image Preview


গাইবান্ধায় মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাত উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে শহরের ১নং রেলগেট এবং ট্রাফিক মোড়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে শহরের যানবাহন ও রেল চলাচল বন্ধ করে রাখে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওয়াসিকার রহমান মাজু, গৌতম চন্দ্র মোদক, সদর উপজেলার সাবেক কমান্ডার আলী আকবার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইস্তেকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বাবুসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা প্রজ্ঞাপন বাতিল করে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুন:বহালের দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
 

Bootstrap Image Preview