Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মতলবের গণমানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান এডভোকেট শামীমুল

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০২:০২ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০২:০৮ PM

bdmorning Image Preview


আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও দক্ষিণ) থেকে জাতীয় পার্টির মনোনয়ন চান জাতীয় আইনজীবি ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এড. শামীমুল ইসলাম। তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলতে চান। এড. শামীমুল ইসলাম মতলবের গণমানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান বলেও জানান। দল তাকে মনোনয়ন দিলে তিনি অধিক ভোটে নির্বাচিত হবেন বলে আত্মবিশ্বাস আছে তার।

এক সাক্ষাতে মতলব উত্তর উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক এড. শামীমুল ইসলাম বলেন, আমি ছোট বেলা থেকেই রাজনীতির সাথে জড়িত। সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বৃহত্তর কুমিল্লার প্রথম মেজর জেনারেল মরহুম সামছুল হক আমার রাজনীতির গুরু। জাতীয় পার্টির সাথে থেকে আমি জীবন পার করে দিচ্ছি। পার্টির জন্য মতলবে অনেক সময় ও শ্রম দিয়েছি। দল যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করে তাহলেই মনোনয়ন দিবেন।

আমি হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে রাজনীতি করি। দল যাকেই মনোনয়ন দিবে না কেন আমি লাঙ্গলের সাথেই থাকবো। আমার বিশ্বাস পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে জনগণ লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে এরশাদ সরকারকে ক্ষমতায় আনবে।

এড. শামীমুল ইসলাম আরও বলেন, মানুষের দোয়ায় আমি নির্বাচনে বিজয়ী হলে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাকে আদর্শ ও মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করবো। মতলবের উন্নয়নে আমি বদ্ধপরিকর। শুধু তাই নয় মতলবের দুই উপজেলার গণমানুষের পাশে থেকে সেবা করবো। গরীব অসহায় মানুষকে বুকে টেনে নিবো। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকার সমস্যা দূর করবো। আধুনিক শিক্ষা ও স্বাস্থ্য সেবা গতিশীল করবো। সকলের কাছে আমি দোয়া চাই। যতদিন বেঁচে থাকি মতলববাসীর সাথে আছি আগামীতেও থাকবো ইনশাল্লাহ্।

এদিকে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জাতীয় পার্টির এ যুবনেতা এড. শামীমুল ইসলামের পোস্টারে ছেয়ে গেছে পুরো উপজেলা। তিনি নিজেকে প্রার্থী ঘোষণা করার পরই ব্যাপক প্রচার চালিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচার লক্ষ্য করা যাচ্ছে তার। স্থানে স্থানে পথসভা ও মিটিং করছেন বলে জানান তার একনিষ্ঠ কর্মীরা। উপজেলা যুবসংহতির সদস্য সচিব প্রভাষক আলমাছ মিয়া বলেন, এড. শামীম দলে অনেক শ্রম দিয়েছেন। আমি মনে করি তিনি একজন যোগ্য প্রার্থী। তবে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার সাথেই আছি। 

উপজেলা যুবসংহতির যুগ্ম-আহ্বায়ক আজহার মুফতী বলেন, এড. শামীম একজন সুশিক্ষিত লোক। জাতীয় পার্টির একজন ত্যাগী নেতা। মতলবে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন যে কাজগুলো করে গেছে শামীম ভাই এমপি হলে আর বাকী কাজগুলো সম্পন্ন করতে পারবেন। জাপার আরো প্রার্থী থাকতে পারে। কিন্তু আমরা তৃণমূল নেতাকর্মীরা মনে করি তিনি একজন যোগ্য প্রার্থী। মতলবের উন্নয়নের জন্য ও গণমানুষের সেবার জন্য শামীম ভাইকে আমরা এমপি হিসেবে পেতে চাই।

যুগ্ম-আহ্বায়ক ইব্রাহিম খলিল বলেন, তৃণমুল নেতাকর্মীদের একটাই দাবী। আগামী নির্বাচনে এড. শামীমুল ইসলাম জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাবেন। শামীম ভাই কর্মীদের সুখ দুঃখ বুঝেন। বিগত দিন মানুষের পাশে থেকে সেবা করেছেন। অসহায় মানুষকে তিনি বিভিন্নভাবে সহযোগীতা করছেন। এক সময় ছাত্র রাজনীতি করেছেন, বর্তমানে মতলব উত্তরে যুবসংহতির হাল ধরে রেখেছেন।

এড. শামীমুল ইসলাম বর্তমানে ঢাকার জজ কোর্টের একজন সফল আইনজীবি। তিনি আইন পেশাকে শ্রদ্ধা করেন ও ভালবাসেন। তাই ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন আইনজীবি হওয়ার। সে স্বপ্ন পূরণও হয়েছে তার। গরীব দুঃখী ও অসহায় মানুষকে আইনী সেবা দিয়ে থাকেন। বরাবরই তিনি একজন সাদা মনের মানুষ। 

Bootstrap Image Preview