Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্রেনেড হামলার ঘটনায় জড়িতদের বিচার হবেই: পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১০:৫২ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১০:৫২ PM

bdmorning Image Preview


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, যে যত শক্তিশালীই ও উচ্চ পদধারী হোক না কেন যারাই ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জড়িত আজ হোক কাল হোক তাদের বিচার হবেই।

সোমবার (০৮ অক্টাবর) দুপুরে ভৈরব পৌরসভার মেয়র কক্ষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, একটা সময় ছিল যে ১৫ আগস্টের বিচার হবে কী-না তা সন্দেহ ছিল কিন্তু ওই ঘটনার বিচার হয়েছে। আমারও সে বিশ্বাসটা ছিল শেখ হাসিনা যত দিন আছেন উনার পক্ষেই সম্ভব ভযাবহ ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার করা।

তিনি বলেন, ১৫ আগস্টের পরই সবচেয়ে নির্মম ঘটনা হলো ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা। আমার আম্মার প্রাণ হারিয়েছে তার সাথে অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস আমরা সঠিক বিচার পাবো এবং যে রায় হবে সে রায়ে যারা এ ঘটনায় জড়িত তাদেরকেই বিচার করা হবে বলে তিনি আশা করছেন।

Bootstrap Image Preview