Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে ২টি মন্দিরের ৭ প্রতিমা ভাঙচুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১০:৩৪ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১০:৩৪ PM

bdmorning Image Preview


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে দু'টি মন্দিরের ৭টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।  ভাঙচুর করা মন্দিরগুলো হল- শ্রীপুরের সোনাবো কালীবাড়ী বটতলা দুর্গা মন্দির ও পার্শ্ববর্তী গোবিন্দ মন্দির।

রবিবার (৭ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে। শ্রীপুর থানা পুলিশ সোমবার (৮ অক্টোবর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোনাবো কালীবাড়ী বটতলা দূর্গা মন্দিরের সভাপতি বাদল চন্দ্র জানান, মন্দিরের দূর্গা প্রতিমার একটি হাত, অশুরের দুটি হাত, স্বরস্বতীর মাথার চুলের তোড়া ও গোবিন্দ মন্দিরের চারটি প্রতিমা ফেলে দিয়ে ভাঙচুর করা হয়। প্রতিমাগুলো পূজা দেয়ার উদ্দেশে কাপড়ের পর্দা দিয়ে ঢাকা ছিল।

তিনি আরও জানান, দুটি মন্দির পাশাপাশি। মন্দিরে কোন কেয়ারটেকার না থাকলেও তালাবদ্ধ ছিল। সোমবার দুপুরে স্থানীয় এক শিশু ও তার মা মন্দিরের পর্দা সরিয়ে প্রতিমা ভাংচুরের দৃশ্য দেখতে পান। পরে স্থানীয় লোকজনদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনা স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রীপুর থানা পুলিশকে অবহিত করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, মন্দির তালাবদ্ধ ছিল। তারপরও প্রতিমাগুলো কিভাবে ভেঙে ফেলা হল তা তদন্ত করে দেখা হচ্ছে। এখানে জেলে সম্প্রদায়ের লোকজন বছরের পর বছর পূজা অর্চনা করে আসছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মন্দিরের কর্মকর্তারা আসছেন। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Bootstrap Image Preview