Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১০:২৬ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১০:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফরিদপুর প্রতিনিধি:

গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ নিধনের উপর ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণের উপর কঠোর দৃষ্টি রাখছে ফরিদপুর জেলা প্রশাসন।

এরই অংশ হিসাবে সোমবার (৮ অক্টোবর) সদর উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেগম নুসরাত জাহান খান।

এ সময় তিনি ২শ' মিটার কারেন্ট জাল উদ্ধার ও পরে পুড়িয়ে ধ্বংস করেন। সিনিয়র কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেগম কামরুন্নাহার জেলার চরহাজীগঞ্জ, সিএন্ডবি ঘাট ও টেপাখোলা বাজারে অভিযান পরিচালনা করেন।

মা ইলিশ সংরক্ষণ অভিযান সময়ে ইলিশ আহরণ, সংরক্ষণ, পরিবহন, বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

Bootstrap Image Preview