Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে সড়কে রিকশাচালককে পঙ্গু বানিয়েছিলেন সে সড়কেই প্রাণ গেল চেয়ারম্যানপুত্রের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৮:১৫ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৮:১৫ PM

bdmorning Image Preview
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক(ফাইল ছবি)


কক্সবাজারে বন্ধুকে নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেলযোগে রামু যাওয়ার পথে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চেয়ারম্যান পুত্র মুহাম্মদ জিসান। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে তার এক বন্ধু।

সোমবার বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুহাম্মদ জিসান (১৯) কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ ভুট্টোর বড় ছেলে।

এর আগে গত ২২ এপ্রিল জিসানের বেপরোয়া গতির প্রাইভেটকার রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা এক রিকশাচালককে ধাক্কা দিয়ে আহত করে। এতে তিনি মারাত্মক জখম হন। পরে তার একটি পা কেটে ফেলতে হয়। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় জিসানকে গ্রেফতারও করেছিল ডিবি পুলিশ। পরে জামিনে বের হন তিনি। সোমবার সেই সড়কেই প্রাণ হারান চেয়ারম্যান পুত্র জিসান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান ইউনুছ ভুট্টোর ভাই নুরুল আজিম বলেন, সোমবার বিকেল ৩টার দিকে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে রামুতে যাচ্ছিল জিসান। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজারে পৌঁছলে একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় তারা। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে মারা যায় জিসান। চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জিসানের বন্ধু।

Bootstrap Image Preview