Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রায়হান ও সম্পাদক জামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৫:৪০ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৫:৪০ PM

bdmorning Image Preview


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে আবদুল হেকিম রায়হান ও সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন জামাল এবং পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে শামীম আহমেদ খোকন ও সাধারণ সম্পাদক পদে রাকিব রায়হান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মোঃ আবু কাউছার এবং উদ্বোধক হিসেবে ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মির্জা সুলায়মান প্রমুখ।

এর আগে ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডগুলো থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল করে অনুষ্ঠানে সমাবেত হয়। বিকালে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মোঃ আবু কাউছার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন।

Bootstrap Image Preview