Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০ অক্টোবরের পর ৩০০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবেঃ এরশাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০২:৩৭ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০২:৩৭ PM

bdmorning Image Preview


আগামী ২০ অক্টোবরের পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০০ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

২ দিনের সফরে রংপুরে এসে আজ সোমবার দুপুরে রংপুর নগরীর নিউ সেনপাড়ায় অবস্থিত তার পৈত্রিক বাস ভবন পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে যাবে কিনা জানি না। তবে জাতীয় পার্টি নির্বাচনে যাবে। আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার জন্য সিদ্ধন্ত গ্রহণ করা হয়েছে। ২০ অক্টোবরের পর ৩শ’ প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

জাতীয় পার্টির মধ্যে কোনও বিভেদ নেই উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টি মধ্যে কোনও দ্বন্দ্ব, বিভেদ নেই। আমরা সবাই এক। আমাদের সামনে একটাই লক্ষ্য ৩শ’ আসনে প্রার্থী দিয়ে জয়ী হতে চাই। যারা দলের কোন্দলের কথা বলে প্রচারণা চালাচ্ছে তারা বোকার স্বর্গে বাস করছে। এসব বলে দলের নেতা কর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। এসময় রংপুর অঞ্চল জাতীয় পার্টির দুর্গ, এ দুর্গ ভাঙার সাধ্য কারও নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সোমবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এর পর বেলা সাড়ে ১১টায় মাহীগঞ্জ কলেজ শিক্ষক নিয়োগ বোর্ডে অংশ নেন হুসেইন মুহম্মদ এরশাদ। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।

 

 

Bootstrap Image Preview