Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শার্শায় মা সমাবেশ অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০১:৪২ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০১:৪২ PM

bdmorning Image Preview


প্রত্যেক মা একেকটি সুরভিত ফুল। যার ঘ্রাণ নিয়ে প্রত্যেক সন্তান তার মায়ের গর্ভ থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার পর শৈশব ও কৈশর পর্যন্ত লালিত পালিত হয়। তাই প্রত্যেক মা'ই পারে কেবল তার নিজ সন্তানের লেখাপড়ার দ্বায়িত্বটুকু গ্রহণ করে সুন্দর একটি শিক্ষিত জাতি গঠণ করতে বলে জানান, ৮৫ যশোর-১ শার্শা'র সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

সোমবার (৮ অক্টোবর) সকাল ৯টায় শার্শার ডিহি ইউনিয়নের পন্ডিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্দ্রপুর-খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।

ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলীর সভাপতিত্বে অত্র স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত পৃথক মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, উপজেলা বাস্তহারালীগের সভাপতি আবুল হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল চেয়ারম্যান, নিজামপুর ইউপি চেয়ারমান আবুল কালাম আযাদ ও শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, ডিহি ইউপি সদস্য আমির হোসেন রানা, কামরুজ্জামান জজ মিয়া, ফারুখ হোসেন, মফিজুর রহমান, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, নিলুফা ইয়াসমিন নিলু, সাহিদা আক্তার, রেসমিনারাসহ স্থানীয় আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী, সূধী সমাজ, শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতী শিক্ষার্থী ও সকল অভিভাবকরা।

Bootstrap Image Preview