Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৃত্যুদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভায় উঠছে মাদক আইন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১২:৫৩ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১২:৫৩ PM

bdmorning Image Preview


মাদকের পৃষ্ঠপোষক, মদদদাতা, অর্থ যোগানদাতা প্ররোচনাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আওতায় রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সংশোধিত আইনটি অনুমোদনের জন্য উঠবে আজ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সূত্র থেকে জানা গেছে, আমাদের দেশে বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ অনুযায়ী কোনো ব্যক্তির দখলে/কর্তৃত্বে/অধিকারে মাদকদ্রব্য পাওয়া না গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ কম এতে মাদক ব্যবসায় জড়িত মাস্টারমাইন্ডরা সহজেই পার পেয়ে যায়

তিনি আরো জানান, মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতাকারী মাদকের গডফাদারসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ প্রণয়ন করা হচ্ছে সংশোধিত আইনে মাদক ব্যবসায় পৃষ্ঠপোষক মাদকের গডফাদারসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে

ছাড়াও এই আইনে মাদক ব্যবসায় পৃষ্ঠপোষক ব্যক্তি/ প্রতিষ্ঠানকেও আইনের আওতায় আনার জন্য মানি লন্ডারিং-সংক্রান্ত অপরাধ তদন্তে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হচ্ছে

Bootstrap Image Preview