Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১০:৫৬ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১০:৫৬ AM

bdmorning Image Preview


মৌলভীবাজার-৪ আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বর্তমান এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন।

রবিবার (৭ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গলস্থ চা বাগান এলাকায় ৪টি ব্রিজ উদ্বোধন শেষে রাজঘাট চা বাগানে এ গণসংযোগ করা হয়।

এসময় তার সঙ্গে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আছকির মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, যুবলীগের সাধারণ সম্পাদক মো. ছালিক আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় চা শ্রমিকদের সমাগম উপস্থিতে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের এই আসনে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়ে এ আসনে যাকে পাঠাবেন তার হয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এ সরকারের আমলে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। এই সাফল্য ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। 

 

Bootstrap Image Preview