Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বার্সাকে রুখে দিল ভ্যালেন্সিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১০:২৭ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১০:২৭ AM

bdmorning Image Preview


লা লিগায় সময়টা মোটেও ভালো যাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার৷ শেষ চার ম্যাচে জয়হীন মেসির দল৷ অ্যালাভেস, ভায়াদোলিদ, হুয়েস্কা ও রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে পর পর চারটি জয় দিয়ে নতুন মৌসুমের লা লিগা অভিযান শুরু করলেও লেগানেসের কাছে হারের মুখ দেখতে হয়েছে বার্সাকে৷ জিরোনা ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে দু’টি হোম ম্যাচে আটকে গিয়েছে ভালবারদের ছেলেরা৷ এবার অ্যাওয়ে ম্যাচে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধেও ড্র করল স্প্যানিশ জায়ান্টরা৷

রক্ষণের ভুলে ম্যাচের একেবারে শুরুতেই গোল খেলে পিছিয়ে পড়ে বার্সা৷ প্রথমার্ধেই মেসির গোলে কাতালান ক্লাবের মান রক্ষা হয়বটে, তবে পয়েন্ট খুইয়ে লিগ টেবিলের শীর্ষস্থান হাতছাড়া হয় তাদের৷ চলতি লা লিগায় এই প্রথমবার বার্সেলোনা নেমে আসে দু’নম্বরে৷ তাদের টপকে সিংহাসন দখল করে সেভিয়া৷

ম্যাচের দু’মিনিটের মাথায় কর্ণার থেকে গোল পেয়ে যায় ভ্যালেন্সিয়া৷ সেট পিস থেকে পারেজোর ভাসানো বল হেডে ক্লেয়ার করার উদ্দেশ্যে পিকে সামনের দিকে ঝুঁকলে বল তাঁপ পিঠে লেগে চলে যায় সেকেন্ড পোস্টের সামনে অরক্ষিত এজেকুয়েল গ্যারাইয়ের কাছে৷ হালকা টাচে বল বার্সেলোনার জালে রাখতে ভুলকরেননি তিনি৷

৬ মিনিটের মাথায় আরও একটা গোল করার সুযোগ পেয়েছিল ভ্যালেন্সিয়া৷ তবে এ যাত্রায় রক্ষ পায় বার্সেলোনা৷ নাহলে শুরুতেই ম্যাচে জোড়া গোলে পিছিয়ে পড়তে পারত মেসিরা৷ ২৩ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে তেকাঠির নীচের কোন দিয়ে দুরন্ত গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান মেসি৷ এক্ষেত্রে তাঁকে গোলের পাস বাড়ান সুয়ারেজ৷

প্রথমার্ধের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়৷ দ্বিতীয়ার্ধে দু’দলই তেমন একটা সুযোগ তৈরি করতে না পারায় ম্যাচেরপ চূড়ান্ত স্কোর লাইনে কোনও পরিবর্তন হয়নি৷ ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ড্র করার ফলে ৮ ম্যাচে মেসিদের পয়েন্ট সংখ্যা দাঁড়াল ১৫৷ গোলপার্থক্যের নিরিখে অ্যাটলেটিকো মাদ্রিদকে পিছনে ফেলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা৷ শীর্ষে থাকা সেভিয়ার পয়েন্ট ১৬৷ রিয়াল মাদ্রিদ ১৪ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরে রয়েছে৷

Bootstrap Image Preview