Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ডিসির বদলির আদেশ বাতিল, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিষ্টি বিতরণ

নারী ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৯:১৯ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৯:১৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সুলতানা পারভীন। তিনি কুড়িগ্রামের জেলা প্রশাসক। অল্পদিনেই কুড়িগ্রামে বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনার মধ্যদিয়ে তিনি সকলের মন জয় করেন। এদিকে হঠাৎ করে তাঁর বদলির আদেশ আসায় প্রতিবাদে ফেটে পড়েন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ।  এমনকি সেই আদেশ প্রত্যাহারের জন্য মানববন্ধনও পালিত হয়। শেষমেষ তাঁর বদলির আদেশ প্রত্যাহার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে জেলাবাসী।

গত ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস প্রশাসন ক্যাডারের ৬১৩ জন কর্মকর্তাকে প্রজ্ঞাপন মূলে বিভিন্ন জায়গায় বদলির আদেশ জারি করে। এরমধ্যে কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে উপ-সচিব হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলির আদেশ দেয়া হয়। রবিবার (৭ অক্টোবর) সেই আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ আনন্দের সংবাদে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আনন্দে উদ্বেলিত। আনন্দ ভাগাভাগি করে নিতে তারা একে অপরকে মিষ্টি খাইয়ে খুশিতে মেতে ওঠে।

এ ব্যাপারে কুড়িগ্রামের সিনিয়র সিটিজেন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামিউল হক নান্টু বলেন, অভিনন্দন জেলা প্রশাসক মহোদয়কে তাকে স্বপদে বহাল রাখার জন্য। কুড়িগ্রামের উন্নয়নে তিনি অবশ্যই তার স্বপ্নকুঁড়ির মধ্যদিয়ে কুড়িগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।

প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু জানান, সদাশয় সরকার কুড়িগ্রামের উন্নয়নের স্বার্থে যোগ্য ব্যক্তিকে পূনর্বহাল করেছে। এতে কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন তরান্বিত হবে।

কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু জানান, ডিসি যিনি মুক্তিযোদ্ধার সন্তান। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুক্তিযোদ্ধার সন্তানকে কুড়িগ্রামের ডিসি হিসেবে স্বপদে বহাল রাখার জন্য

Bootstrap Image Preview