Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলার মেয়েরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৯:১৩ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৯:১৩ PM

bdmorning Image Preview


সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনাল ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

ভুটানের থিম্পু চাংলিমিথাং স্টেডিয়ামেএই দিন খেলার শুরু থেকেই ছন্দে খেলতে থাকে মারিয়ারা।কিন্তু প্রথমআর্ধে কোন গোলের দেখা পায় না বাংলার মেয়েরা।দুই দলই গোল শূন্য থেকে বিরতিতে যায়।

বিরতির পরে মারিয়াদের গোলের ক্ষুধা যেন আরও বেড়ে যায়। আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেয়।নেপালের মেয়েদের বোকা বানাতে থাকে।এরপর খেলার ৪৯ মিনিটের মাথায় মাছুরা পারভিনের শর্টে নেপালের জালে প্রথম গোল জড়ায়।

প্রথম গোল দিয়ে আরও উজ্জীবিত হয়ে যায় বাংলার মেয়েরা। এরপর থেমে থাকে না তারা গোল দ্বিগুণ করার জন্য মরিয়া হয়ে উঠে।কিন্তু দ্বিতীয় গোল দিতে তাঁরা ব্যর্থ হয়।অবশেষে ১ -০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মারিয়া মান্ডার দল।

উল্লেখ্য, চলতি বছরের আগস্টেই সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে ভারতের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি হয়েছিল ভুটানের থিম্পুতে।আজ রবিবার থিম্পুর সেই চাংলিমিথাং স্টেডিয়ামেই অনূর্ধ্ব-১৮ ফাইনাল নেপালকে হারালো বাংলার মেয়েরা।

Bootstrap Image Preview