Bootstrap Image Preview
ঢাকা, ১২ বুধবার, আগষ্ট ২০২০ | ২৭ শ্রাবণ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

নদীতে ভেসে এল নিখোঁজ নারীর বিবস্ত্র মরদেহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৭:৩১ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৭:৩১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নদীর ঘাটে গোসল করছিলেন কয়েকজন। এ সময় তাদের চোখে পড়ে নদীতে ভেসে আসা এক নারীর বিবস্ত্র মরদেহ। পরে পুলিশে খবর দেয় তারা। ঘটনাটি খুলনার চুয়াডাঙ্গা শহরের। পুলিশ মিনতি বালা (৩৪) নামে ঐ নারীর মরদেহ উদ্ধার করেছে।

আজ রবিবার (৭ অক্টোবর) দুপুরে শহরের ইম্প্যাক্ট হাসপাতালের পেছনে মাথাভাঙ্গা নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত মিনতি বালা চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের বিনয় পাশার স্ত্রী।

পুলিশ জানায়,আজ দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থল থেকে ওই নারীর বিবস্ত্র লাশটি উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খাঁন জানান, প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে ওই নারী বেলা ১১টার দিকে শহরতলীর দৌলতদিয়াড় মাথাভাঙ্গা ব্রিজের নিচে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

Bootstrap Image Preview