Bootstrap Image Preview
ঢাকা, ০৮ শনিবার, আগষ্ট ২০২০ | ২৩ শ্রাবণ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

মসজিদুল হারামে বসানো হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৭:০৭ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৭:০৭ PM

bdmorning Image Preview


মুসলমান ধর্মাবলম্বীদের জন্য পবিত্র নগরী মক্কার মসজিদে হারামের আঙিনায় স্থাপন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা।

প্রতিটি ৫৩x৫৩ মিটার বিস্তৃত ছাতাগুলো এখন বিশ্বের সবচেয়ে বড় ছাতা হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিটি ছাতার নিচে আড়াই হাজার মানুষ দাঁড়াতে পারবে বলে জানা গেছে।

সৌদি আরবের নতুন স্থাপিত ছাতাগুলো স্থাপন করা হয়েছে মসজিদুল হারামের সম্প্রসারিত ও বর্ধিত উত্তর-পশ্চিম আঙ্গিনায়। বাদশাহ আবদুল্লাহর ব্যক্তিগত খরচে সম্প্রসারিত মসজিদুল হারামের দক্ষিণ পার্শ্বের সুবিশাল অংশের বহিরাঙ্গিনায় মোট সাতটি ছাতা বসানো হবে। সে হিসেবে মসজিদের দক্ষিণ পাশের অংশের প্রতিটি দরজার সামনে একটি করে এ বিশালাকার ছাতা থাকছে।

বৃহদাকার ছাতাগুলোর প্রতিটির ছায়াতলে কমপক্ষে আড়াই হাজার মুসল্লি অনায়াসে নামাজ পড়তে পারবেন। প্রতিটি ছাতার উচ্চতা ৩০ মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থ সমানভাবে ৫৩ মিটার জুড়ে বিস্তৃত।

ছাতাগুলো শুধু ছায়াই দেবে না, আরো কিছু সুযোগ-সুবিধা অন্তর্ভূক্ত হয়েছে এতে। এর মধ্যে পানীয় ও ওজুর ব্যবস্থা, এয়ার কন্ডিশনার, বায়ুচলাচল যন্ত্র, দিক-নির্দেশিকা ও পরামর্শমূলক বোর্ড-লিফলেট, অডিও সিস্টেম, সিসি ক্যামরার নজরদারিও থাকছে।

মুসলিম উম্মাহ হজ ও ওমরা উপলক্ষে পবিত্র নগরী মক্কায় আগমন করে। তাদের রোদের প্রখরতা থেকে নিরাপদ রাখতে মসজিদে হারামের বাইরের অংশে স্থাপন করা হয়েছে এ ছাতাগুলো। তবে এগুলো এখনও উদ্বোধন করা হয়নি।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় ছাতা স্থাপনের রেকর্ড স্থাপন করে চীন গিনেস বুক অব রেকর্ডস-এ স্থান দখল করে আছে। পূর্ব চীনের জিইয়াংঝি প্রদেশে ২৩ মিটার বিস্তৃত ছাতা স্থাপনের মাধ্যমে তারা এ রেকর্ড গড়ে। এবার সৌদি আরব চীনের সে রেকর্ড ভাঙতে

Bootstrap Image Preview