Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৩:৪০ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৩:৪০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


‘বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার। তবে মন্ত্রিসভা ছোট বা বড় করা প্রধানমন্ত্রীর এখতিয়ার’ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রবিবার মন্ত্রণালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াত্ত তাবাজারা অলিভেরা জুনিয়রের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রী ৩০ জনের মতো সদস্য নিয়ে মন্ত্রিসভা পুনর্গঠিত করতে পারেন। তবে এ বিষয়েও সব প্রশ্নের উত্তর তার কাছে আছে। আমরা কিছু বলতে পারবো না।

‘আর এটা চলতি মাসের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের জন্য মন্ত্রিপরিষদ পুনর্গঠিত হবে।’

‘নির্বাচনকে কেন্দ্র করে গড়া মন্ত্রিসভায় শরিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকবে। তাদের নেতারাও বড় নেতা। দল হিসেবেও তারা সরকারের জোটের অংশ। সেক্ষেত্রে কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন, কাকে রাখবেন, কাকে বাদ দেবেন তাও তিনি-ই ঠিক করবেন।’

‘আগামী এক মাসে দেশে অনেক পরিবর্তন আসবে’- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তোফায়েল বলেন, ‘আগামীতে তেমন কিছু ঘটার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। বিশ্বনেতারাও প্রধানমন্ত্রীর নেতৃত্বে খুশি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন ঘোষিত তারিখেই নির্বাচন হবে। কারও জন্য অপেক্ষা করা হবে না। আশা করি, বিএনপি ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছিল সে ভুল আর করবে না।’

Bootstrap Image Preview