Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভর্তি পরীক্ষায় সাংবাদিক প্রবেশ নিষেধ: জবি উপাচার্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৯:৩১ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৯:৩১ PM

bdmorning Image Preview


জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির মানবিক শাখার ভর্তি পরীক্ষা অনিয়ম এবং বিশৃঙ্খলার মধ্যেদিয়ে অনুষ্ঠিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আর এ অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনে ভর্তি পরিক্ষায় বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন করতে গেলে সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশের নিষেধ করেন উপাচার্য।

শনিবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা ৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাস ছাড়াও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুলে এবং ঢাকা গভঃ মুসলিম হাই স্কুল নিয়ে মোট চারটি কেন্দ্রে ইউনিট-২ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজিয়েট স্কুলে পরীক্ষা শুরুর ২০ মিনিট অতিবাহিত হলেও ছাত্র-অছাত্র-অভিভাবকসহ বিভিন্ন পেশার মানুষ ভেতরে যাতায়াত করেছে। পরীক্ষা শুরুর আধা ঘন্টা পরেও জবি মূল কেন্দ্রসহ প্রায় সব কেন্দ্রে কয়েকজন অভিভাবককে বসে থাকতে দেখা যায়।

জবির মূল কেন্দ্রে অবস্থান করা একজন অভিভাবক বলেন, আমি মূল কেন্দ্রে প্রধান ফটক দিয়ে পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রবেশ করেছি। শুরুতেই আমাকে ঢুকতে বাধা দিলেও পরে কিছু বলেনি।

তবে, কিছু পরেই জবি সহকারী প্রক্টর শাহীন মোল্লাহ ও মহিউদ্দীন মাহি এসে সেই অভিভাবক ও সঙ্গে থাকা অপর এক ব্যক্তিকে ক্যাম্পাস থেকে বের করে দেন বলে জানান তিনি।

এ বিষয়ে পরিক্ষা পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নকালে উপস্থিত সাংবাদিকদের হেনস্থা করেন উপাচার্য। এ সময় তিনি বলেন, সাংবাদিকদের কেন্দ্রে কোনো কাজ নেই। পরিক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ। এ সময় কেন্দ্রের এসব অনিয়মের কথাও অস্বীকার করেন তিনি।

Bootstrap Image Preview