Bootstrap Image Preview
ঢাকা, ০২ মঙ্গলবার, জুন ২০২০ | ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

যেসব দেশে দিনে এশা আর রাতে জোহরের নামাজ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৯:২৪ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৯:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কেউ কেউ অবাক হলেও এটাই হয়ে আসছে; এটাই সত্য। ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, রাশিয়াসহ আরও বেশ কয়েক দেশে এমনটি হয়ে থাকে। এসব দেশে মাঝে মাঝে রাত ছোট হয়ে এমন হয় যে, দিনের বেলা এশার ও ফজরের নামজ দুটোই আদায় করতে হয়।

আবার দেশগুলোর কিছু অংশে গ্রীষ্মকালে একটানা দীর্ঘদিন সূর্যাস্তও হয় না বলে জানা গেছে। তখন দীর্ঘ অবস্থা থেকে পুরোটাই দিন হয়ে যায়। তবে এমনও হয় দেশগুলোতে দীর্ঘদিন সূর্যোদ‍য় হয় না। তখন অব্যাহতভাবে রাত চলতে থাকে। এসময় আবার জোহর ও আসরের নামাজের সময় হয় রাতে।

বছরে টানা তিনমাস এমন হয়। মূলত সুমেরু বৃত্তের উত্তরাঞ্চলের মানুষরা এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়। শীতকালে তাদের অন্যান্যের চেয়ে ঠিক উল্টো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। এর ফলে দেশগুলোতে অবস্থানরত মুসলমানদের নামাজ আদায় পৃথিবীর অন্য দেশগুলো থেকে এমন ভিন্নতর। সেইসঙ্গে রোজা পালনেও তাদের উপবাস করতে হয় অন্য দেশের চেয়ে প্রায় দ্বিগুণ সময়।

আবার কিছু দেশে বা জায়গায় প্রায় ছয় মাস এমন রাত বা দিনের দখলে পুরোটা সময়ই চলে যায়। তারা মক্কার সময় অনুসরণ করেই নামাজ রোজা আদায় করেন। এটাই তাদের কাছে শ্রেয়। সেভাবেই নামাজ-রোজা পালনে নিজেদের অভ্যস্ত করে তুলেছেন। এমনকি এসব দেশের মানুষ এতে অভ্যস্ত হয়ে পড়েছে। তাদের কাছে বিষয়টি স্বাভাবিক ব্যাপার।

Bootstrap Image Preview