Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের হোসাইন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৮:৫০ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৮:৫০ PM

bdmorning Image Preview


সৌদি আরবে অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার প্রধান পর্বে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের হাফেজ হোসাইন আহমদ (১৬)।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেকে পবিত্র নগরী মক্কায় প্রতিযোগিতাটি শুরু হয়েছে।  বাংলাদেশি হাফেজ হোসাইন আহমদের গ্রামের বাড়ি সিলেটের গোয়াইনঘাটে। তার বাবার নাম মুখলেসুর রহমান। সে ঢাকার যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

জানা যায়, গত ৩ অক্টোবর রাতে হোসাইন ও মারকাজুত তাহফিজের পরিচালক হাফেজ কারি নেছার আহমদ নাছিরি সৌদি আরবে পৌঁছেছেন।

ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সি সূত্রে জানা যায়প্রতিযোগিতার প্রধান পর্ব ৬ অক্টোবর মদিনার মসজিদে নববীতে অনুষ্ঠিত হবে। সকাল-সন্ধ্যা দুই বেলা আলাদাভাবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা তিন দিন অব্যাহত থাকবে।

মোট ৪টি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। হোসাইন আহমদ তাজবিদসহ সম্পূর্ণ কোরআন হেফজ গ্রুপে অংশ নিয়েছে।

এই প্রতিযোগিতায় বিশ্বের ৮২ দেশের মোট ১১৫ জন অংশগ্রহণ করেছে। ১০ অক্টোবর (বুধবার) রাতে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

Bootstrap Image Preview