Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুষ্টিয়ায় ১২ ককটেলসহ ৩ জামায়াত কর্মী গ্রেফতার

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৬:২০ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৬:২০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


কুষ্টিয়ার দৌলতপুরে নাশকতার অভিযোগে অভিযান পরিচালনা করে মহিলা জামায়াতকর্মীসহ ৩ জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১২ টি ককটেল উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

গতকাল শুক্রবার (৫ অক্টোবর) রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউপির শশীধরপুর মধ্যপাড়া গ্রামের আমজাদ হোসেন ওরফে সেরমানের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।

দৌলতপুর পুলিশ জানায়, গোপন খবর পেয়ে থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। এসময় আমজাদ হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ টি ককটেল ও জামায়াতের প্রচারপত্র উদ্ধার করা হয়। পরে পুলিশ আমজাদ হোসেন ওরফে সেরমানের স্ত্রী মহিলা জামায়াতকর্মী মমতাজ খাতুন (৪৫) তার ছেলে মামুন (২৫) ও মমতাজের ভাই পাবনার ঈশ্বরর্দীর গড়গড়ি পাড়ার মনিরুল (৪০) কে আটক করে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান বলেন, উক্ত বাড়িতে বিএনপি জামায়াতের বেশ কিছু লোক নাশকতার পরিকল্পনা করছিল। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview