Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাকরির ইন্টারভিউ দিলেন রোবট!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৩:৩৩ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৩:৩৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ব্লন্ড করে কাটা চুল। গায়ে ঢিলেঢালা সাদা জামা। দেখে মনে হয়, দাঁড়িয়ে আছে কোনো সুন্দরী তরুণী। কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায়, এটা আসলে একটা রোবট।

জাপানের হিরোশি ইশুগিরো ল্যাবরেটরিজ তৈরি করেছে রোবটটি। নাম দেয়া হয়েছে এরিকা। শুক্রবার এরিকাকে স্পেনের মাদ্রিদে আইআরওএস ২০১৮ ইন্টারন্যাশনাল কনফারেন্স নামে এক আন্তর্জাতিক রোবট প্রদর্শনীতে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়।

সেখানে সে দর্শকদের অবাক করে একটি চাকরির ইন্টারভিউ পরিচালনা করে এএফপি

এরিকা রোবট হলেও দেখতে ২৩ বছর বয়সী মেয়ের মতো। চলতি বছরের এপ্রিলেই হয়তো এরিকাকে জাপানের জাতীয় টেলিভিশনে সংবাদ পাঠ করতে দেখা যেতে পারে। এমনটাই জানালেন এরিকার নির্মাতা হিরোশি ইশিগুরো। 

ওসাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টেলিজেন্ট রোবোটিক্স ল্যাবরেটরির পরিচালক হিরোশি ইশিগুরো বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অন্য রোবটদের তুলনায় যে কারণে এরিকা অনন্য, তা হলো এরিকার ক্যারিশমা।

মানুষের সঙ্গে কথাবার্তা চালাতে পারে এরিকা। কথা বলার সময় গলা, কাঁধ ও চোখের পাতা নাড়িয়ে কিছু মুখভঙ্গি ফুটিয়ে তুলতে পারে। তাছাড়া এরিকা ইনফ্রারেড সেন্সর ও ফেস রিকগনিশনের মাধ্যমে ঘরে অবস্থানকারী মানুষকে শনাক্ত করতে পারে। 

বিশেষজ্ঞরা বলেন, ভবিষ্যতে হয়তো মানুষের কর্মসংস্থান চলে যাবে রোবটের দখলে। অনেকে এমনটাই আভাস দেখছেন এরিকার মধ্যে।

২০১৭ সালে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের আলোচনার বস্তুতে পরিণত হয়েছিল সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া রোবট সোফিয়া। তাছাড়া ২০১৪ সালে সংবাদ পাঠের জন্য তৈরি হয়েছিল দু’টি রোবট। এ রোবট দু’টি এখন রাখা হয়েছে টোকিও জাদুঘরে। এরিকা এদেরই অত্যাধুনিক সংস্করণ।

Bootstrap Image Preview