Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শান্তিতে নোবেল পেলেন যৌন সহিংসতার বিরুদ্ধে লড়াইকারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৪:৩৮ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৪:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যৌন সহিংসতা ও হয়রানির ব্যাপারে বিশ্বজুড়ে সচেতনতা তৈরির আন্দোলন করে চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কঙ্গোর ধাত্রীবিদ্যাবিশারদ ডেনিস মুকওয়েজি এবং জঙ্গিদের হাতে ধর্ষণের শিকার ইয়াজিদি নারী নাদিয়া মুরাদ।

শুক্রবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টায় নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে এই দুই কর্মীর নাম ঘোষণা করেছে।

পুরস্কার হিসেবে একটি করে স্বর্ণের মেডেল পাবেন মুকওয়াগে এবং নাদিয়া মুরাদ। সেই সঙ্গে যৌথভাবে ৯০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন তারা।

ইরাকের নাদিয়া মুরাদের বয়স ২৫ বছর। মালালা ইউসুফজাইয়ের পর তিনিই নোবেল শান্তি পুরস্কারজয়ী দ্বিতীয় সর্বকনিষ্ঠ।

এর আগে ২০১৬ সালে যুগ্মভাবে ইইউর মর্যাদাকর সাখারভ হিউম্যান রাইটস পুরস্কারজয়ী হন নাদিয়া মুরাদ। এছাড়াও সে বছরই তিনি ভূষিত হন কাউন্সিল অব ইউরোপের ভ্যাকলাভ হ্যাভেল হিউম্যান রাইটস পুরস্কারে।

৬৩ বছর বয়সী মুকওয়াগে বিশ্বের বিখ্যাত একজন কঙ্গো সার্জন। তিনি কঙ্গোর বুকাবুতে অবস্থিত পাঞ্জি হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক।

Bootstrap Image Preview