Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পর্তুগালের প্রস্তুতি ম্যাচে নেই রোনালদো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ১২:০৮ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ১২:০৮ PM

bdmorning Image Preview


কয়েকদিন আগেই রোনালদোর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনেছিলেন এক মহিলা, এরপর সেই অভিযোগের জেরে জাতীয় দল থেকে বাদ পড়লেন ফুটবল তারকা রোনালদো, অক্টোবরে পোল্যান্ডের বিরুদ্ধে উয়েফা নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে ও স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচের দলে নাম নেই সিআর সেভেনের।

পর্তুগাল কোচ স্যান্তোস রোনালদোর জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে জানিয়েছেন, 'এটি তাঁর, রোনালতো এবং পর্তুগাল সকার ফেডারেশন প্রধানের সম্মিলিত ভাবে গৃহীত সিদ্ধান্ত।' রোনালদোর বিরুদ্ধে অভিযোগ, ২০০৯ সালে ক্যাথরিন মেয়রগা নামে এক মহিলাকে রেপ করেন সিআর সেভেন। যদিও রোনালদো তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, 'আমি তদন্তে সব সময়ই সাহায্য করতে চাই।' .

৫ বারের ব্যালন ডি'ওর জয়ী রোনাল্ডো গত জুলাইয়ে জুভেন্টাসে সাইন করেন। এই প্রজন্মের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম সিআর সেভেন। আগামী ১১ অক্টোবর উয়েফা নেশনস লিগ-এর ম্যাচে পোল্যান্ড যাবে পর্তুগাল জাতীয় দল। এরপর ১৪ অক্টোবর স্কটল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে পর্তুগাল।

এদিকে জাতীয় দল থেকে রোনালদো বাদ পড়ার ঘটনায় স্বভাবতই হতাশ ক্রিশ্চিয়ানোর অনুরাগীরা। এর আগে বিশ্বকাপ পরবর্তী দু'টি ম্যাচের জন্য রোনালদোকে পর্তুগাল স্কোয়াডে রাখেননি স্যান্টোস।

Bootstrap Image Preview