Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরসরাইয়ে র‌্যাবের অভিযানে ২ জঙ্গি নিহত, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ১১:৫৫ AM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ১২:১৬ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান বাড়িতে অবস্থানরত জঙ্গিরা নিহত হয়েছে। এসময় ওই আস্তানা থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

শুক্রবার (৫ অক্টোবার) সকাল ৯ টায় এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭-এর ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম।

বাড়িটিতে চার থেকে পাঁচটি মরদেহ পড়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে র‌্যাবের পক্ষ থেকে তা এখনও নিশ্চিত করা হয়নি। বিস্ফোরণে বাড়িটির চালা উড়ে গেছে।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, কিছুক্ষণের মধ্যে পুরো পরিস্থিতি জানানো হবে।

এর আগে তিনি বলেন, এ বিষয় নিশ্চিত করে র‌্যাব-এর আইন মিডিয়া উইং-এর পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ঢাকা থেকে আসা র‌্যাবের বোম্ব ডিসপোজাল টিম (বোমা নিষ্ক্রিয়কারী দল) আজ সকাল ৯টার দিকে বাড়ির ভেতরে ঢুকে অভিযান শুরু করে। পরে তারা ওই বাড়ির ভেতর থেকে ২ জঙ্গির মরদেহ উদ্ধার করে। এসময় বিপুল সংখ্যক বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি জানান, জঙ্গি আস্তানা সন্দেহে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে র‌্যাব ওই বাড়ি ঘিরে ফেলার পর ভেতর থেকে গুলি চালানো হয়। তখন র‌্যাব দূরে সরে আসে। তারপর দীর্ঘ সময় গোলাগুলি চলে। পরে ভোরের দিকে ওই বাড়িতে বেশ কয়েকটি বিস্ফেরণ ঘটে।

জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ও তত্ত্বাবধায়ককে আটক করা হয়েছে বলেও জানান তিনি। 

Bootstrap Image Preview