Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নাটোরে ফোনে কথা বলতে গিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৩:০৯ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৩:০৯ PM

bdmorning Image Preview


নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত ও একজন আহত হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামনগর ঘোষপাড়া স্লুইস গেট সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

বাগাতিপাড়া মডেল থানার ওসি আতাউর রহমান জানান, জামনগর বাজার থেকে মঙ্গলবার রাতে তিন ছাত্র একই মোটরসাইকেল যোগে গয়লার ঘোপ এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে চালক মোবাইল ফোনে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে জামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র রনি (১২) মারা যায়। রনি জামনগর হাঁপানিয়া ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে। 

অপরদিকে রাত ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিতরভাগ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র রওশনগিরি পাড়ার মিনারুল ইসলামের পুত্র মোটর সাইকেল চালক কাউছার (১৬) এর মৃত্যু হয়।

অপর আরোহী দোবিলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র জামনগর ফকির পাড়ার আলমের পুত্র বাঁধন (১৫) একই হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Bootstrap Image Preview