Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুক্তিযোদ্ধার ছেলেকে মারধর, ইউপি চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৮:৫৩ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৮:৫৩ PM

bdmorning Image Preview
চেয়ারম্যান মো. আব্দুল কাদের


মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির তবলছড়ি ইউনিয়নে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদেরসহ চার জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ির চিফ জুডিশিয়াল আদালতের সিনিয়র বিচারক মো. মোরশেদ আলম এ আদেশ দেন।

অভিযুক্ত আব্দুল কাদের খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ির ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা যায়তবলছড়ির মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান তার ছেলে মো. মাবুল হককে মারধর ও সালিসের নামে চাঁদাবাজির অভিযোগ এনে গত ১৮ সেপ্টেম্বর তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১০ জনকে আসামি করে মামলা দেন।

মামলার আসামিরা মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক ছয় জনের জামিন মঞ্জুর করলেও তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল কাদেরসহ অপর চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Bootstrap Image Preview