Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতুরিপেটা করে মৃত ভেবে রাজ্জাককে ফেলা যায় ছিনতাইকারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৬:২০ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৬:২০ PM

bdmorning Image Preview


মাদারীপুর প্রতিনিধিঃ

লক্ষাধিক টাকা ছিনতাই জন্য হাতুড়িপেটা করে হান্নান হাওলাদার নামক এক যুবককে হত্যার চেস্টা করেছে একই এলাকার রাজ্জাক হাওলাদের ছেলেসহ ৮-১০ জন বখাটে।মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্টান্ডের পশ্চিম পাশে একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।

সোমবার (১ অক্টোবর) রাতে কাউন্টার থেকে টাকা তুলে আনার সময় ওই যুবকের সাথে এ ঘটনা ঘটে। হান্নান মস্তফাপুর ইউনিয়নের জয়াইর এলাকার নুরু ইসলাম হাওলাদারের ছেলে। এ ঘটনায় ওইদিন রাতেই সদর থানায় একটি মামলা হয়েছে।

মামলা ও হতাহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হান্নান সোনারতরী কাউন্টার থেকে বিদেশ থেকে আসা ১ লক্ষ ৫ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে তার ছোট ছেলে ইয়াসিনকে নিয়ে রওনা দেয়। মস্তফাপুর ইমদাদুল উলুম হাফিজিয়া মাদরাসার আগে একটি বালুর মাঠে পৌঁছলে কয়েকজন বখাটে পিছন থেকে আঘাত করে এবং ছোট ছেলে পালিয়ে যায়। এ সময় হান্নানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে তারা।

বখাটেরা ভেবেছিল হান্নান মারা গেছে, তাই পাশের একটা গাছের পাতার মধ্যে তাকে লুকিয়ে রেখে টাকা নিয়ে পালিয়ে যায়। তবে হান্নানের ছেলে ইয়াসিন বাসস্টান্ড এসে পরিচিতদের ঘটনা জানালে তারা অনেক গাছের পাতার মধ্যে থেকে গুরুত্বর আহত অবস্থায় হান্নানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

এরপর ওইদিন রাত ১২টার দিকে মাদারীপুর সদর থানায় হান্নানের ছোট ভাই নাহিদ বাদী হয়ে রায়হান হাওলাদরকে প্রধান আসমি করে ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৫।

হান্নানের ছোট ভাই নাহিদ জানান, আমার ভাইকে টাকার জন্য হত্যা করতে চেয়েছিল। আল্লাহ আমার ভাইকে বাঁচিয়ে দিয়েছে। আমার ভাইকে যারা হত্যার চেস্টা করেছে তাদের নামে থানায় মামলা করেছি। আমি চাই অতিসত্তর  আসামিদের গ্রেফতার করে পুলিশ বিচারের আওতায় আনবে।

মাদারীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের কাছে অভিযোগ করা হয়েছে। আমরা আসামিদের গ্রেফাতার করা চেষ্টা করছি।

Bootstrap Image Preview