Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কৌশলে মোবাইল চুরি করতো তারা...

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৫:২৩ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৫:২৩ PM

bdmorning Image Preview


কৌশল অবলম্বন করে মোবাইল চুরি করা এদের নিত্যদিনের কর্মকাণ্ড ছিলো। দীর্ঘদিন ধরেই কিশোরগঞ্জে শহরে বিভিন্ন মার্কেট থেকে মোবাইল চুরি করে আসছিলো এরা। এমনই একটি চোরচক্রকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

গতকাল সোমবার (১লা অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মাসকান্দি কাশিমপুর গ্রামের মো. আয়ুব আলীর ছেলে ওসমান ওরফে সাদ্দাম (৩০), একই এলাকার ফজলুল হকের ছেলে মো. রুবেল (২৫), শিবপুর উপজেলার লক্ষ মাদারেরচর গ্রামের কামরুল মাতব্বরের ছেলে মো. ইয়াসিন (১৯) ও ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সোনামুখিচর গ্রামের রায়হান মুন্সির ছেলে মো. এজাজুল মুন্সি।

পুলিশ সূত্রে জানা যায়, চক্রটি কিশোরগঞ্জে শহরে আন্তজেলায় দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে আসছিলো। তাদের গ্রেফতার করতে পুলিশ তৎপর থাকলেও পলাতক ছিলো তার। পরে তারা ঢাকা থেকে কিশোরগঞ্জে আসে। গোপনে খবর পেয়ে সোমবার রাতে পুলিশ শহরের ইসলামিয়া সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় এই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০টি চোরাই মোবাইল ফোন, ১৪টি সিমকার্ড, স্ক্রু-ড্রাইভারসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত জানান, পুলিশ অভিযান চালিয়ে চোরচক্রের চার সদস্যকে আটক করেছে। এ বিষয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview