Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অর্ধশতকের পর বোলিংয়ে আশরাফুলের জোড়া উইকেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৩:২৬ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০৩:২৯ PM

bdmorning Image Preview


সোমবার থেকে মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসর। এ আসরে ঢাকা মেট্রোর হয়ে অংশ নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে তিনি দলের হয়ে অর্ধশত রানের ইনিংস খেলেছেন। 

সোমবার জাতীয় লিগের প্রথম দিনে সিলেট ডিভিশন টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় আশরাফুলের ঢাকা মেট্রোকে। দলের হয়ে ভালো সূচনা করেন ওপেনার সাদমান ইসলাম  সৈকত আলী। সৈকত আলী ৪২ রানের ইনিংস খেললেও দেড়শো রানের  ইনিংস খেলেন সাদমান। তিনি ২৩৮ বল থেকে ১৫৭ রানের ইনিংস খেলেন। যা দলকে দলকে প্রথম দিন শেষে ৪ উইকেটের বিনিময়ে ৩৩২ রানে পৌঁছে দিয়েছিল। প্রথম দিনে ৬ নম্বরে ব্যাট করতে নেমে আশরাফুল ১৭ বল থেকে ১ রানে  ও মেহেরাব হোসেন জুনিয়র ২৮ রানে অপরাজীত ছিলেন আশরাফুল।

মঙ্গলবার আজ দিনের শুরুতেই আর মাত্র ১০ রান জুরেই ৩৮ রানে বিদায় নেন মেহেরান। কিন্তু আশরাফুল ঠিকই চলতি আসরে তার প্রথম অর্ধশতক তুলে নেন। তার অর্ধশতক করার পথে জাবির হোসেন ২ ও আরাফাত সানি ০ রানে ফিরে যান। কিন্তু অন্যদের যাওয়া আসার মিছিলে কাজী অনিককে সঙ্গে নিয়ে ১০৮ বল থেকে ৫৩ রানের ইনিংস খেলেন। যেখানে ৬টি চারের মার ছিল। প্রথম শ্রেণীর ম্যাচে এটি তার ৩০ তম অর্ধশত রান। 

ঢাকা মেট্রোর নবম উইকেট হিসেবে ৪২৪ রানের মাথায় তিনি আউট হন। আর ৪২৬ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস। সিলেটের হলে এনামুল হক জুনিয়র ৬ উইকেট নেন। আবু জায়েদ রাহি ১ উইকেট নেন। 

জবাবে দিতে নেমে ব্যাটিং ধ্বসে পড়েছে সিলেট। শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র ৫৮ রানের মাথায় তাদের ব্যাটিং অর্ডারের প্রথম ৫ ব্যাটসম্যানকে হারিয়েছে। চাপের মধ্যে এখন ক্রিজে ৩৮ বল থেকে ১৭ রানে ব্যাট করছেন জাকির হাসান। তাকে সঙ্গ দিচ্ছেন শাহানূর রহমান (১)। 

ঢাকা মেট্রোর হয়ে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন আশরাফুল। ৮ ওভার বল করে ১২ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। এছাড়া সানি নিয়েছেন ৩টি উইকেট। 

Bootstrap Image Preview