Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে হাজার ছাড়িয়েছে নিহতের সংখ্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০২:৪৮ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০২:৫০ PM

bdmorning Image Preview


ভূমিকম্প ও সুনামিতে মৃত্যু উপত্যকায় পরিণত ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ১২৩৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা বলছে, গতকালের দেয়া ৮৪৪ জনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩৪ জনে।

এদিকে আজ দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফ্লোরেসের কাছে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ।

এর আগে শুক্রবার ৭.৫ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামি উপকূলীয় সুলাওয়াসি দ্বীপের পালু শহরে আছঁড়ে পড়ে। এতে পুরা শহরটি ধ্বংস্তুপে পরিণত হয়। হাজার হাজার বাড়িসহ, হাসপাতাল, বিপনী বিতান, মসজিদ ধ্বসে যায়। শহরটির সাথে অনান্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভয়ঙ্কর এই দুর্যোগে আহতের সংখ্যা হয় পাঁচশ’র অধিক মানুষ।

এছাড়া ভূমিকম্পে চাপা পড়া একটি চার্চে থেকে আজ ৩৪ শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। এই শিক্ষার্থীরা সিগি বিরোমারু এলাকার জোনুগে চার্চের ট্রেনিং সেন্টারে বাইবেল ক্যাম্প করছিল। অপর ৫২ শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছে।

এদিকে আরো জীবিত মানুষ ধ্বংস্তুপের নিচে আটকিয়ে আছে বলে ধারণা করছে দেশটির উদ্ধারকারীরা। তাদেরকে উদ্ধার করতে এখনো তৎতরতা চালিয়ে যাচ্ছে তারা। তবে আধুনিক উপকরণ না থাকায় সময় লাগছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

নিহতদের গতকাল থেকে গণকবরে সমাহিত করছেন স্বেচ্ছাসেবীরা। এছাড়া আহতদের রাস্তায় তাবু বিছিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে বলে দুর্যোগে আত্মহারা মানুষরা জানিয়েছেন।

গত ৫ আগস্ট দেশটির লম্বক দ্বীপে শক্তিশালী এক ভূমিকম্পে ৪৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। ২০০৪ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পের জেরে সুনামি আছড়ে পড়ে অন্তত ১৩টি দেশে। ওই সুনামিতে উপদ্রুত দেশগুলোতে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এর মধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা ছিল এক লাখ ২০ হাজার।

Bootstrap Image Preview