Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতিসংঘকে ধ্বংস না করতে ট্রাম্পকে মারকেলের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১২:৪২ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১২:৪২ PM

bdmorning Image Preview


জাতিসংঘ ধ্বংস না করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। ট্রাম্পকে লক্ষ্য করে তিনি বলেন, নতুন কিছু উপহার না দিয়ে কোনো কিছু ধ্বংস করা অত্যন্ত বিপজ্জনক বিষয়। আমি বিশ্বাস করি বহুপাক্ষিকতাবাদের মাধ্যমে বিশ্বের অনেক সমস্যার সমাধান করা যেতে পারে।

এবারই প্রথম ট্রাম্পের বিরুদ্ধে মারকেল কড়া বক্তব্য রাখেন নি; এর আগে গত মে মাসে তিনি বলেছিলেন, নিরাপত্তার জন্য ইউরোপ আর বেশিদিন আমেরিকার ওপর নির্ভর করতে পারে না। ইউরোপের গন্তব্য নিজেদের হাতে নেয়ার জন্য তিনি ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে বলেছেন, তিনি এবং তার প্রশাসন বৈশ্বিকতার ধারণা থেকে বের হয়ে এখন জাতীয়তাবাদী ডকট্রিন গ্রহণ করেছেন।

এ সম্পর্কে মারকেল বলেন, যেকোনো আন্তর্জাতিক সংলাপের ক্ষেত্রে ট্রাম্প একমাত্র একজনকে বিজয়ী দেখার পরিবর্তে ‘উইন-উইন’ সমাধানের বিষয়টিকে গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প।

মারকেল আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এটা হয়ত এখনো একদম সঠিক হয়ে ওঠে নি। বহু বছর ধরে আমরা নিরাপত্তা পরিষদের সংস্কার চাইছি। কিন্তু নতুন গড়ার আগেই পুরনো কিছু ভেঙে দেয়া অত্যন্ত বিপজ্জনক বিষয়। ট্রাম্পের এ ধরনের মনোভাব আমাদের ধারণার চাইতেও দ্রুত গতিতে আমাদের শান্তিকে ধ্বংস করে দিতে পারে।

 

Bootstrap Image Preview