Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে শুরু হতে যাচ্ছে ক্যারিয়ার ক্লাবের জব ফেস্ট

আরাফ আহমদ,শাবি প্রতিনিধি
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১১:৩২ AM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১১:৩২ AM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী ‘জব ফেস্ট-২০১৮’। ‘স্টেপস টুওয়ার্ডস ইউর ড্রিম’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ৩ ও ৪ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ‘ভিসা সেন্টার প্রেজেন্টস সাস্টসিসি জব ফেস্ট ২০১৮ সিজন-২’। 

সোমবার দুপুর ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসকল তথ্য জানান সংগঠনের সভাপতি শারমিন সুলতানা মিমি।

অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব‘ এর এই ফেস্টতির আয়োজন করেছে।

লিখিত বক্তব্যে তিনি জানান, ৩ অক্টোবর সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ফেস্টের উদ্বোধন করবেন। পরবর্তীতে চাকুরি প্রার্থীদের কাছে থেকে সিভি সংগ্রহ করা হবে ও পাশাপাশি সেমিনার অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর চাকুরি প্রার্থীদের ইন্টারভিউ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, জব ফেস্টে গ্রামীণফোন, কনফিডেন্স গ্রুপ, কোকা-কোলা, একমি, ডেকাথলন, সিল্কন এন্টারপ্রাইজ, ওয়াল্টন, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, স্টাফ এশিয়া, সুপার স্টার গ্রুপ, ব্র্যাক, রাইস স্কুল, গ্রীন বার্ড, রয়েল গ্র্যাজুয়েট এন্টারপ্রাইজ, আর্ট ডট কম সহ বিভিন্ন কোম্পানিতে ১০০ টিরও অধিক শুন্য পদে ক্যাম্পাস থেকে লোক নিয়োগ দেয়া হবে। উপরোক্ত প্রতিষ্ঠানসমূহ ম্যানেজমেন্ট ট্রেইনি, ইন্টার্ন, এক্সিকিউটিভ পদে নিয়োগ দেয়া হবে। 

সিলেটের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোন বিভাগ হতে স্নাতক সম্পন্নকৃত শিক্ষার্থীরা উক্ত জব ফেস্টে অংশগ্রহণ করতে পারবে। অনুষ্ঠানটিতে সার্বিকভাবে সহযোগিতা করছে কানাডা ও অস্ট্রেলিয়াতে ইমিগ্রেশনের ক্ষেত্রে ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ভিসা ইনকর্পোরেটেড লিমিটেড। 

এসময় সহ-সভাপতি রুপন্তী নাহার, ফাহমিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক রুদ্র প্রতাপ বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview