Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে ইয়াবাসহ ইউপি মেম্বার আটক

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ১০:৫৬ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ১০:৫৬ PM

bdmorning Image Preview


ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল জেলার বোয়ালমারী উপজেলার চতুল গ্রামে অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও ইউপি সদস্য একলাছউদ্দিন মোল্যা ওরফে টুটুল মেম্বার (৩৮) কে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়।

আজ সোমবার (১লা অক্টোবর) সকাল ৭টার দিকে চতুল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার সকালে চতুল গ্রামে অভিযান চালানো হয়। এসময় বাড়ী থেকে মাদক মামলার তালিকাভুক্ত আসামী টুটুল মেম্বারকে আটক করা হয়।

র‌্যাব জানায়, চতুল গ্রামের হাজী আব্দুর রউফ মোল্যার ছেলে একলাছ উদ্দিন ওরফে টুটুল মেম্বার মাদক বিরোধী অভিযান শুরু হলে ভারতে পালিয়ে যায়। অতি সম্প্রতি সে দেশে ফিরে এসে পুনরায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। টুটুলের বিরুদ্ধে বোয়ালমারী থানায় ৬টি মাদকের মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, টুটুল মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। তার ভয়ে এলাকায় কেউই টু শব্দটি করতে সাহস পেতনা। সরকারী দলের প্রভাবশালী এক নেতার মদদে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন।

র‌্যাবের হাতে টুটুল মেম্বার আটক হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। আটক টুটুল মেম্বারকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।

Bootstrap Image Preview